
lirik lagu bappa mazumder - shunno hredoy
Loading...
শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
একটা হৃদয় বেহিসেবী খুব
জোয়ার জাগে তবু ভাটাতেই সুখ
অন্য হৃদয় হিসেব কষে যায়
মৌনতার ঘোরে সে উন্মুখ
দহনলাগা তৃষ্ণা নিয়ে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
একটা চোখে স্বপ্ন অপার
বর্ষার মেঘ, বৃষ্টি আর বাতাস
অন্য চোখে জোছনা পড়ে না
জলজোছনা আদর সে পায় না
দহনলাগা তৃষ্ণা চোখে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর, ও~ও~ও~ওহ
কেউ পায় না কারো খবর
Lirik lagu lainnya:
- lirik lagu mystic (mystr mystic) - fl3x1n l1k3 a 130$
- lirik lagu chosvn - bedroom studio and a dream
- lirik lagu marie key band - fjernsyn
- lirik lagu armd & dax - roses
- lirik lagu gunna2x, 721 duke - untitled
- lirik lagu death in june - fire feast
- lirik lagu young ganni - jato & shampoozada 2.0
- lirik lagu shadow blow - nadie ocupa tu lugar (remastered)
- lirik lagu the kicking heels - overstrung and dumb teens
- lirik lagu notsocool - like you did before