lirik lagu bappa mazumder - mon lagate
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি~কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
Lirik lagu lainnya:
- lirik lagu an0maly - ukraine flag in the bio
- lirik lagu marilina bertoldi - vivo pensando en ayer
- lirik lagu cally rhodes - life is hard
- lirik lagu loveni - pillz
- lirik lagu cristhian cref - corazon
- lirik lagu amukredam - nobody but you
- lirik lagu murf - carrousel
- lirik lagu travis marks - deepness
- lirik lagu athena's private show - 13
- lirik lagu rigos - эй, кэп! (hey, cap!)