lirik lagu bappa mazumder - hote pare
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
Lirik lagu lainnya:
- lirik lagu carlos baute - no es para tanto
- lirik lagu benson - faifh
- lirik lagu mc grow - symphony of doom
- lirik lagu puffy amiyumi - jet police (ジェット警察, jet keisatsu)
- lirik lagu ¥end (fra) - layzie room
- lirik lagu rontae don't play - i'm single and i'm lit
- lirik lagu john borno, sportler99 - hand am glas
- lirik lagu ella jane - the city
- lirik lagu d. ace - étranglement
- lirik lagu ludwig keijser - vem är jag?