lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu bappa mazumder - hote pare

Loading...

হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো

হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি

হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি

হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল

হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি

হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো

হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার~ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...