lirik lagu bappa mazumder - din bari jay
[pre~chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[pre~chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[hook: sandipan & tareq hasan]
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো, ওহ~হো~হো
[verse 1: bappa mazumder]
নদীরা বাঁধন হারা
আঁকাবাঁকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাঁধা
তোমারই সে সীমানায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[verse 2: bappa mazumder]
মেঘেরা ছন্নছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে যেন তবু ঝরবে বর্ষায়
এই নিয়তি বাঁধা
তোমারই সে আঙ্গিনায়
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[chorus: bappa mazumder]
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
[chorus: all three & bappa mazumder]
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
যত দূরে যাই, জানিনা তো কবে
জেনে রেখো শুধু, ফের দেখা হবে
[outro: sandipan & tareq hasan]
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো~হো, ওহ~ওহ
ওহ~হো~হো, ওহ~হো~হো
যত দূরে যাই (ওহ~হো~হো~হো, ওহ~ওহ)
জানিনা তো কবে (ওহ~হো~হো~হো, ওহ~ওহ)
জেনে রেখো শুধু (ওহ~হো~হো~হো, ওহ~ওহ)
ফের দেখা হবে (ওহ~হো~হো, ওহ~হো~হো)
যত দূরে যাই
Lirik lagu lainnya:
- lirik lagu kayden - but you love it
- lirik lagu judikay - yes lord
- lirik lagu naod - ooh ooh
- lirik lagu pistachio gods - taz
- lirik lagu clara gispert - rains that fell
- lirik lagu alomar - breathe
- lirik lagu steve allen - les mots
- lirik lagu 2wayz x trill pem - switch up
- lirik lagu sinead harnett feat. grades - if you let me
- lirik lagu abyusif - أبيوسف - abyusif - waddi | أبيوسف - ودي