lirik lagu bappa mazumder - bokhate noi
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে আমি বখাটে নই!
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
Lirik lagu lainnya:
- lirik lagu benny soliven - put you on
- lirik lagu disclosure - expressing what matters
- lirik lagu sainvil - dirty dancing
- lirik lagu xavr (rapper) - sorrow
- lirik lagu john davey - to love at all
- lirik lagu hillkin - mis historias
- lirik lagu mija - idek
- lirik lagu kazunah - prophet
- lirik lagu orthodox - the presence
- lirik lagu fight the fight - triggerfinger