
lirik lagu bagdhara - tomaro ki pore mone (তোমারো কি পড়ে মনে)
Loading...
তুমি কোন মাসে এসেছিলে
আর কোন মাসে গিয়েছিলে
মনে তো আর পড়ে না
কোন এক নভেম্বরে
তোমার জন্য দাঁড়িয়েছিলেম
তোমারো কি মনে পড়ে না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম
তোমার পায়ে ছিলো রূপার নূপুর
আর তোমার ভাইয়ের বিদেশি কুকুর
দৌড়ে দৌড়ে আমার পিছু ছাড়েনা
আমার জুতার ভেতর পাঁচটা সেলাই
মনে কোন সেলাই যে নাই
তবুও তোমার মনে জায়গা পেলাম না
তোমারো কি পড়ে মনে
রিকশায় হাত চেপে ধরে আমি, ছাড়তে চাইতাম না
তোমারো কি পড়ে মনে
দুপুরবেলা রোদে পুড়ে আমি, দাঁড়িয়ে থাকতাম
আমার সারা~মাসে পকেট ফাঁকা
তোমার ফোনে দিতে টাকা
ফ্ল্যাক্সিলোডের দোকারদার আমায় ছাড়েনা
তোমার সস্তা খাবার পছন্দ না
আমার টঙে কাটে সকাল~সন্ধ্যা
পিজ্জাহাট ছাড়া আবার তোমার চলেনা
Lirik lagu lainnya:
- lirik lagu johannes brahms - frühlingstrost
- lirik lagu cc cowboys - himmeltitter
- lirik lagu децл (detsl aka le truk) - skit babylon shall fall
- lirik lagu malibu - pretty things
- lirik lagu lsdxoxo - red
- lirik lagu raging slab - bitch to kill
- lirik lagu violent playground - toe tag
- lirik lagu tortuga (poland) - slave
- lirik lagu espeon - 28 days later
- lirik lagu ivan b - thoughts