lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu bagdhara - eto bhebona(এতো ভেবোনা)

Loading...

lyrics~
এতো ভেবোনা তুমি এতো ভাবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
কিছুদিন পরেই চলে যাবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।

বৃষ্টির ফোঁটাতে
একাকিত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়!
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়।

এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।

একদিন হারাবে
হারাতে হারাতে তুমি নিঃস্ব হয়ে যাবে
তারপরে কি হারাবে?
তোমার উদাসী মনে যত স্বপ্ন বয়ে চলে
তারে কি আর পাওয়া যায়?

এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...