
lirik lagu bagdhara - bus sohokari
Loading...
[verse 1]
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে
ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে
তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে
কাঁপা~কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে
কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে
জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে
বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে
[chorus]
আমি বাসেতে একা
আধো~ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস~সহকারী
[verse 2]
গোলাপের দোকানে, শাহবাগ মোড়েতে
দেখলাম তোমাকে আছো যে সেখানে
আমিও যাচ্ছি তোমার পেছনে
জানি না কপালে কোন যে শনি আছে
ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে
কি নাম তাও তা বলোনি যে আগে
ফিরে তাকালে হাতটাও দিলে তুলে
এই দৌড়ে পালাবো শু~টাই খুলে ফেলে
[chorus]
আমি বাসেতে একা
আধো~ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস~সহকারী
Lirik lagu lainnya:
- lirik lagu aint afraid - silly boy
- lirik lagu tiscore, myt (deu) & julia brari - nur der rave
- lirik lagu mietze conte - knows
- lirik lagu kaiju soup - hurry up
- lirik lagu sabrina claudio - before it's too late
- lirik lagu airak4z - where to go
- lirik lagu danny delta - ванменармі (onemanarmy)
- lirik lagu mayør - мир 85
- lirik lagu kankan - jungle
- lirik lagu кодокуна (kodokuna) - я труп / i'm dead xd 2