lirik lagu babul supriyo - muchhe jaoa dinguli
Loading...
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ লুকোচুরি
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৮
বিভাগঃ ছায়াছবি
Lirik lagu lainnya:
- lirik lagu begonia - hot dog stand
- lirik lagu tequila & the sunrise gang - burn in hell
- lirik lagu grace mitchell - kids (ain't all right)
- lirik lagu fka twigs - trust in me
- lirik lagu the isley brothers - brown eyed girl
- lirik lagu muhammed ali (cassius clay) - stand by me
- lirik lagu simple minds - blood type o
- lirik lagu ricardo augusto - sete erros
- lirik lagu idir - ay alxir inu (tendresse)
- lirik lagu konser adja - pemimpin sejati