lirik lagu babul supriyo - bhenge mor ghorer chabi
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন~পারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন~পারে
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর~দুয়ারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত~প্রভাতের পথের ধারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত~প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক~পারাবারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
বুঝি~বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
কে আমারে
কে আমারে
Lirik lagu lainnya:
- lirik lagu lizzie miles - electrician blues
- lirik lagu kai mata - heavy heart
- lirik lagu lil gaz - houdini
- lirik lagu motrip - changed (aus „sing meinen song, vol. 7“)
- lirik lagu valley - cocaine
- lirik lagu kira kosarin - something to look forward to
- lirik lagu the sanctions - windsor's on my mind
- lirik lagu blue encount - 声 (a voice)
- lirik lagu alejandro alvarez - tu ser
- lirik lagu task (pol) - #hot16challenge2