lirik lagu babul kanti de - sob kota janala khule dao na
Loading...
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
Lirik lagu lainnya:
- lirik lagu cuban doll - blue cheese
- lirik lagu a little nothing - nobody
- lirik lagu jarreau vandal - make me love you
- lirik lagu dzecko - biar aku
- lirik lagu greni - you'll be fine
- lirik lagu siavash ghomayshi - peeleh
- lirik lagu ヒトリエ - ソシアルクロック
- lirik lagu fredro starr - shining through [second version]
- lirik lagu dpr live - martini blue
- lirik lagu reggie and the full effect - the horrible year