lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu bablu - achen amar mokter

Loading...

আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার

আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই।
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন শাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই।
দুই কাঁধে দুই মহোরি
লিখতে আছেন ডাইরি।
দুই কাঁধে দুই মহোরি
লিখতে আছেন ডাইরি।
দলিল দেইখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
সেইদিনের সেই স্টিশনে,
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার।
সেইদিনের সেই স্টিশনে,
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার।
পারাপারের থাকলে তাড়া
সংগে নিও গাড়ী ভাড়া।
পারাপারের থাকলে তাড়া
সংগে নিও গাড়ী ভাড়া।
জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাই কোর্টে তে তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার
আমা পাপী তিনি জামিনদার।
the end


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...