lirik lagu ayub bachchu - rater tara
শিরোনামঃ রাতের তারা
ব্যান্ডঃ এল আর বি
অ্যালবামঃ স্বপ্ন
রাতের তারার মতন আমার
প্রেম
কোনোদিন বুঝতে পারনি
এসেছিলে শুধু
দিনের আলোতে
কখনো আমায় তাই
ভালোবাসনি
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে (২)
সবকিছু এলোমেলো করে
চলে গেলে না বুঝে
কেন যে আমি তোমাকে
ভালোবেসেছিলাম এভাবে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
ভালোবাসাটুকু তোমায় দিয়ে
হারালাম সব ভুল করে
ভালোবাসাগুলো স্বপ্ন হয়ে
কাঁদায় শুধু আমাকে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
রাতের তারার মতন আমার
প্রেম
কোনোদিন বুঝতে পারনি
এসেছিলে শুধু
দিনের আলোতে
কখনো আমায় তাই
ভালোবাসনি
তুমি ভুল করেছো আমায় ভুল
বুঝে
আমি ভুল করেছি তোমায়
ভালোবেসে
আমি ভুল করেছি তোমায় ভুল
বুঝে
তুমি ভুল করেছো আমায়
ভালোবেসে
end
Lirik lagu lainnya:
- lirik lagu jp cooper - september song (piano acoustic)
- lirik lagu mariska - entiselle
- lirik lagu meshuggah - monstrocity
- lirik lagu porta - sin identidad
- lirik lagu gio lelaki - arti hadirmu
- lirik lagu doug e. fresh & the get fresh crew - the show
- lirik lagu gavin castleton - are you brave
- lirik lagu dame d.o.l.l.a. - baggage
- lirik lagu saint motel - local long distance relationship (la2ny)
- lirik lagu the dual bros - treat you better