lirik lagu ayub bacchu - ek akash tara
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চড়বি যখন
বইঠা নিস রে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
সপ্নলোক জলে সুখের ঘোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
দুখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
Lirik lagu lainnya:
- lirik lagu american football - born to lose
- lirik lagu etswhore - suburban
- lirik lagu hot club of cowtown - always and always
- lirik lagu pedro suárez-vértiz - días de infancia
- lirik lagu slant 6 - victim of your own desires
- lirik lagu sunspot jonz - peepdisdoe
- lirik lagu laboum - 푱푱 shooting love
- lirik lagu maria bethânia - foguete
- lirik lagu cflynna - page full of words
- lirik lagu gahls - hun er en funky chick