lirik lagu avoidrafa - ami akash pathabo
Loading...
আমার খোলা আকাশ, তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
আমার রঙ্গিন বাতাস, তোমার অপেক্ষায়
অনেক সৃত্বি বয়ে যায়, আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়, তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি, আমার ভালো লাগার অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে –
আমি আকাশ পাঠাবো, তোমার মনের আকাশে
খোলামাঠে গাইবে গান, বসন্তের বাতাসে।
Lirik lagu lainnya:
- lirik lagu paola - eho mia zoi
- lirik lagu tuxedo - 2nd time around
- lirik lagu poppy (npk) - money n da things
- lirik lagu hayley kiyoko - sleepover
- lirik lagu nitzer ebb - hold on
- lirik lagu omenxiii - sticks and stones, bricks and bones
- lirik lagu adult mom - sun theory
- lirik lagu lkaryanist - capitale l7chich
- lirik lagu f.o.d. - credit where credit is due
- lirik lagu ruby rose fox - skydiver