lirik lagu aurthohin - phoenix 1
[intro]
মা, দেখো আজ আমি যাচ্ছি হারিয়ে আঁধারে
পাশে কেউ নাই
মা, দেখো আজ আমি আগুনে পুড়ছি একাকী ঘরে
যাচ্ছি হয়ে ছাই
মা, দেখো আজ তারা ফেলে গেছে আমায় আঁধারে
অতীত ভুলে গিয়ে
মা, দেখো আজ তারা আমায় ছাড়া পতাকা ওড়ায়
নতুন দিনের মিছিলে
[verse 1]
শুধু ইচ্ছে হয় দেখাবো তাদের
ফিরে আসা আমার আবার
বলবো তাদের, “দেখো…
এখনো চলছে হৃদপিণ্ডটা আমার”
[instrumental]
[chorus]
তলিয়ে যাইনি আমি কোনো চোরাবালিতে
ভেসে যাইনি আমি কোনো সুনামিতে
তলিয়ে যাইনি আমি কোনো চোরাবালিতে
ভেসে যাইনি আমি কোনো সুনামিতে
[pre~chorus]
আমি সব্যসাচী
আমি দু’হাতে একই সাথে কাব্য লিখি
আমি একা নই, আমি অসংখ্য
আমি ফিনিক্স
আমি অতীত~আগামীর মহাকাব্য
[chorus]
তলিয়ে যাইনি মোরা কোনো চোরাবালিতে
ভেসে যাইনি মোরা কোনো সুনামিতে
আমাদের শূন্যতায় যাদের মুখে ফুটেছিলো হাসি
আমাদের প্রস্থানে নির্বাক ছিলো যেসব কবি
[instrumental]
[post~chorus]
তাদের জন্য উজাড় করে দেয়া
আমাদের এক মিনিটের নীরবতা
তাদের অভিনীত ভাতৃত্বের আমি~তুমি
দেখাই আমরা আজ মধ্যাঙ্গুলি
[instrumental]
[bridge]
(warning! phoenix has risen!)
[verse 2]
ভেঙ্গেছে আমার অবিনশ্বর ঘুম
সকল অস্পষ্ট সত্যের চাদরে প্যাঁচানো মিথ্যেগুলোকে মধ্যাঙ্গুলি দেখিয়ে
কারণ আজকের রাত সবার পক্ষে
গল্পের ইতি টানার ক্ষমতায় বহিঃপ্রকাশের লোভে
ইতিহাসের অংশ থেকে ধ্বংসের সব রাত এখন আমার পক্ষে
[chorus]
তলিয়ে যাইনি মোরা কোনো চোরাবালিতে
ভেসে যাইনি মোরা কোনো সুনামিতে
আমাদের শূন্যতায় যাদের মুখে ফুটেছিল হাসি
আমাদের প্রস্থানে নির্বাক ছিলো যেসব কবি
[outro]
মা, দেখো আজ আমি হাঁটছি আলোতে
কোনো বাঁধা নাই
মা, দেখো আজ আমি উড়ছি আকাশে
কোনো বাঁধা নাই
Lirik lagu lainnya:
- lirik lagu mind replica - heart arcade [ game over ]
- lirik lagu gareth emery - where do we go from here
- lirik lagu skinny wonderz - let me console you
- lirik lagu mina lund - unstoppable
- lirik lagu paper ceilings - pphq
- lirik lagu fnflyricist - tutorial with | melody through disaster
- lirik lagu the five americans - i'm feeling o.k.
- lirik lagu knowknow - 莫欺少年穷 (don’t bully the young and poor)
- lirik lagu rzo stacks - 1ntro
- lirik lagu eric bellinger - this christmas (2022)