lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu aurthohin - aushomapto

Loading...

[verse 1]
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে

[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে

সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের

[verse 2]
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার

[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে

[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের

[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের

[verse 3]
তবুও আঁধার শেষে দেখা দেয় আলো
অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...