lirik lagu aurthohin - adbhut shob chhelegulor golpo
জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে
মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে
পুরোনো সেই গানের খাতা খালি পড়ে থাকে
কালির আঁচড় পড়ে না সেথায় অশ্রুকণায় ভিজে
একটা সময় চারিপাশ ছিলো অনেক রঙিন
হারালে তুমি, শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই
সবকিছুকে শুন্য করে চলে গেলে তুমি
এখন আমার গান আসে না, ইচ্ছে করে খালি
অদ্ভুত সেই ছেলের মতো দেশটা দেবো পাড়ি
হয়তো কোনো বনের মাঝে খুঁজে পাবো তারে
acoustic আর harmonica~র মাতাল করা সুরে
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাঁটে জোছনায়
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাঁটে জোছনায়
জোছনায়
জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে
আবোল~তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে
হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে
guitar হাতে একটি ছেলে এলোমেলো চুলে
আমাকেই খুঁজছো তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাঁটতে চাও অজানার পথে
আমাকেই খুঁজছো তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাঁটতে চাও অজানার পথে
আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে?
গানের খাতা ভরতে হবে, মনের কথা দিয়ে
যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া
সঙ্গ দিতো আমায় তখন guitar, harmonica
পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান
তারাই তখন বলতো আমায়, “হয়ে যাক গান!”
হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর
কষ্টে আর ভিজছে না চোখ, যেন শুকনো পাথর
অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি
কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি
তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায়
হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায়?
আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা
লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যথা
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাঁটে জোছনায়
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাঁটে জোছনায়
জোছনায়
Lirik lagu lainnya:
- lirik lagu cleaners from venus - victoria grey, pt. 2
- lirik lagu bloodredd - no more
- lirik lagu gr33n s - ‘sup
- lirik lagu cammfoxboy - i dropped my pizza :(
- lirik lagu kurage p - サヨナラチェーンソー (goodbye chainsaw)
- lirik lagu 向井太一 (taichi mukai) - cuz of you
- lirik lagu azure.wav - mes idées sombrent
- lirik lagu abandcalledlove. - when you see the light
- lirik lagu shoffy - this house is falling down
- lirik lagu shiki xo - eulogy