lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu aurthohin & raef al hasan rafa - anmone 2

Loading...

[verse:1, raef al hasan rafa]
আবার ফিরে পাই পুরোনো স্মৃতি নতুন গানে
স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি
কেটে গেছে যে কত মুহুর্ত তোমায় ভেবে
ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে

[chorus, raef al hasan rafa]
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো

[verse:2, raef al hasan rafa]
আবার খুঁজে যাই তোমার সেই হাসি আনমনে
কত রাত নির্ঘুম কাটে তোমায় ভেবে
আকাশে যখন মেঘের ঘনঘটা
তাকিয়ে থাকি আমি

[pre~chorus, raef al hasan rafa]
হয়তো বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর

[chorus, raef al hasan rafa]
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো

[bridge. raef al hasan rafa]
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো
[outro, raef al hasan rafa]
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...