lirik lagu aurthohin, mahaan with 6 strings & ishtiaque - adbhut shob chhelegulor golpo
জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে পুরানো সেই গানের খাতা খালি পরে থাকে কালির আঁচর পরে না সেথায় অশ্রু কণায় ভিজে
একটা সময় চারিপাশ ছিল অনেক রঙিন হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই
সব কিছুকে শুন্য করে চলে গেলে তুমি!!
এখন আমার গান আসে না ইচ্ছে করে খালি অদ্ভুত সেই ছেলের মত দেশটা দেবো পাড়ি হয়তো কোন বনের মাঝে খুঁজে পাবো তারে অ্যাকোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে!!
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটে জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটে জোছনায় … জোছনায়!!
জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে আবোল তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে
হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে গীটার হাতে একটি ছেলে এলোমেলো চুলে!!
আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে
আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে
আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে? গানের কথা ভরতে হবে, মনে কথা দিয়ে
যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া সঙ্গ দিতো আমায় তখন গিটার হারমোনিকা…!! পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান তারাই তখন বলতো আমায় হয়ে যাক গান
হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর
কষ্টে আর ভিজছে না চোখ যেন শুকনো পাথর অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি
তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায়
হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায়
আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা
লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যাথা
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায় … জোছনায়!!
Lirik lagu lainnya:
- lirik lagu lua blanco - acústica
- lirik lagu xylø - gossip
- lirik lagu quinn archer - gone
- lirik lagu zeus kabadayı feat. kaptan - bir kadını sevdim
- lirik lagu armel gabbana feat. kiff no beat - banana
- lirik lagu sean grandillo - don't let me go
- lirik lagu muso - kein zurück
- lirik lagu guy sebastian - candle
- lirik lagu os irmãos catita - conan, o homem rã
- lirik lagu jonas v - hardt