lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu atmahatya - 1947: ek shorojontro

Loading...

রাত্রি নিশীথ শান্ত, ঘুমে
প্রতিবাদের খসড়া, লিখে
ভয় পাই তখন, যখন

আয়নাতে নিজের মুখ
দেখতে পাই, বুঝে যাই
আমি এক ক্রীতদাস;

বলিদান বিস্মৃত, আজ কেন
অঙ্গীকারের যুগ এ, মিথ্যে
স্বেচ্ছাচারের সাজা, কে পায়
ক্রীতদাস আজ আবার, আমরা
বয়ে চলি স্বাধীনতা, মিথ্যা

শুনতে চাও কি আবার, ভুলে যাওয়া
সব সত্যি গুলো
অহেতুক মিথ্যা যা বলেছ, মিশেছে
গভীরে।
বক্ষে হাত রেখে বলো, ভেবেছো কি
নিজের বাইরে?
সত্যে চেয়ে দেখ আবার, দিয়েছো কি
স্বাধীনতা

৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে

ভুলে গেছো সবাই, দিয়ে যাওয়া
সব জীবনগুলো
ভেবে দেখো আবার, তুমি কি
তাদের মতো
সত্য সন্ধান করো, ভেবো না যা শুনেছ
সত্যি
সময় যায় না কভু মোছা, যা কিছু
লেখা হোক না কেন!

৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর
রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...