lirik lagu asif - amar pagla ghora re
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
ও আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
তোর আচরণ প্রভুর মতো, আমি কৃতদাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ও আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
পাগলা ঘোড়া রে…
পাগলা ঘোড়া রে…
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
Lirik lagu lainnya:
- lirik lagu seyed & kollegah - wir regeln
- lirik lagu booka600 - gang members
- lirik lagu tom lehman - ake
- lirik lagu gustavo galindo - barco de papel
- lirik lagu kate voegele - leave me hollywood
- lirik lagu rahat fateh ali khan,salim -sulaiman - saaiyaan
- lirik lagu rhymastic - khi tao ra tay 2
- lirik lagu parking lots - microwaved meat
- lirik lagu bmc musick - make the trap jump
- lirik lagu comis - my sexy tango - radio edit