lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu asif - amar pagla ghora re

Loading...

আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস

আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস

আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
ও আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
তোর আচরণ প্রভুর মতো, আমি কৃতদাস

আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস

আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ও আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস

আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস

পাগলা ঘোড়া রে…
পাগলা ঘোড়া রে…
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...