lirik lagu ashes - dhulabli (radio version)
Loading...
অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা
শীতে;
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে!
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
অনেক বছর আগের একটা
কফির টেবিলে
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
Lirik lagu lainnya:
- lirik lagu gimario - mi debilidad
- lirik lagu pyogenesis - i have seen my soul
- lirik lagu kevin george - loving come easy
- lirik lagu via vallen - banyu langit
- lirik lagu nuestros covers - amantes
- lirik lagu bad moves - cool generator
- lirik lagu jade baraldo - paradise circus
- lirik lagu e.o. - next up? [s1.e35]
- lirik lagu skizzy mars - why can't we work
- lirik lagu trellion - then