lirik lagu ashes [bd] - urey jawa pakhir chokhe
Loading...
urey jawa pakhir chokhe lyrics
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না ..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে ..
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এখনো বাকি আছে, সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ, বিপন্ন অতীতে
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে .. হে..
Lirik lagu lainnya:
- lirik lagu adam jensen - warpath
- lirik lagu y2kbby - money bags
- lirik lagu noo phước thịnh - mất cả thế giới
- lirik lagu dany boss - dans ma jungle
- lirik lagu beayee - моя душа (my soul)
- lirik lagu aisles - the poet, pt. ii: new world
- lirik lagu berton - ahadi
- lirik lagu rachel dean & david brush - clarity/confusion
- lirik lagu acid souljah - come up
- lirik lagu bejalvin - crunk in the club