lirik lagu ashes [bd] - amon chena
Loading...
amon chena lyrics
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আআআ… আহারেএএএএ
এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
আআআ… আহারেএএএএ
এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
Lirik lagu lainnya:
- lirik lagu truth (ccm) - would you believe in me
- lirik lagu sappho (pop) - fight to the death
- lirik lagu ben reilly - ace high
- lirik lagu chris dave and the drumhedz - black hole
- lirik lagu lord of the lost - dein blick
- lirik lagu king promise - choplife
- lirik lagu becky hill - sunrise in the east (christian nielsen remix)
- lirik lagu harry - everything you need to know about label printers
- lirik lagu devon gabriella - better this way
- lirik lagu ray bull - 2am