lirik lagu as omix - toke vebe
[intro]
কাটে না ভোর আমার তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে
[verse]
যদিও তোমায় আমি ভালোবাসি
তবে কি ভুল হলো আমার?
চোখেরই পেছনে বেদনাগুলো করেছে সব আঁধার
অজানা কিসের মায়ায় ছুটে চলি প্রতিদিন আমি
কেন তুমি কিছু কথা দিলে কথা না রাখার নিয়মে?
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
[verse 2]
কি ক্ষতি করেছি বলো না তোমার?
মনে পড়ে খুব তোকে
আসে না রে ঘুম চোখে
কী জ্বালাতে মরি আমি
জানে না তো কেউ
জানে না তো কেউ
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটেনা ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
Lirik lagu lainnya:
- lirik lagu paul and storm - day 15 - the muppet movie
- lirik lagu luvdakash! - новый рассвет (new dawn)
- lirik lagu barton carroll - something good
- lirik lagu schmyt - ich lieb dich kaputt
- lirik lagu jonathan mann - the maniac in your skull
- lirik lagu caleb & micah - cali is calling
- lirik lagu kodes kahra - çukur
- lirik lagu strat - total black
- lirik lagu syvix - party
- lirik lagu zuhair - so pretty