lirik lagu artcell - tomake
Loading...
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে
তোমার আলোতে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে
আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে
অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি
আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
(তোমাকে)
(তোমাকে)
Lirik lagu lainnya:
- lirik lagu electrowavez feat. mike hanna - jungleground
- lirik lagu armada - harusnya aku translated in english
- lirik lagu kasia kownacka - ten kto się śmieje
- lirik lagu quieter - a little less 19 candles, a little more go away
- lirik lagu margeaux - lie to me
- lirik lagu асан пердеш - сені ұмытамын
- lirik lagu banda neira - pelukis langit
- lirik lagu chuck acid - remain thorough
- lirik lagu tyler thomas - 95 til'
- lirik lagu poko cox - lordes of blue notes