lirik lagu artcell - sritisarok
Loading...
তোমার ঘরে যত কথায়
যত সুরে আমাদের এ গানের শহর
শব্দ করে, আলো ভেঙে
অন্ধকারের মাঝে ফিরে যেতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্নাগারে
তোমার ভিড়ে যত আলোয়
তবুও নিভে পড়ে আছি আমরা যারা
অতীত হয়ে তোমার ঘরে
কথায় সুরে ইচ্ছে করে ফিরতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্ন হয়ে
তোমায় ছুঁতে আমার ভিতরে
অতীত ধরে হেঁটে হেঁটে
ইচ্ছে করে হারাতে
তোমাদের কাছে
হাজার শব্দে ভেসে
আমরা এসে আজ ভীড়ে মিলে মিশে
তবুও ঝড়ের বদ্ধঘরে
শব্দ ভেঙে ভেঙে
অতীত ছায়া স্পর্শ করে
চেনা চেনা চোখে
ছায়া রং হারিয়ে যায়
নিভিয়ে দেয় সময় কত স্মৃতি
তবু আমি
তোমায় খুঁজে পেতে চাই
পুরনো সেই দিনের সুরে
ফেলে আসা রূপকে
গানের আমি তুমি হারিয়ে যাব
মেঘের পরে মেঘে স্মৃতির ঘরে
সময় ভেঙে ভেঙে ভেঙে
অন্য রোদের অন্য সময়ে……
Lirik lagu lainnya:
- lirik lagu mega nrg man - what is love (2024 remastered)
- lirik lagu the flower band (ai) - rules
- lirik lagu combat - compound sentences
- lirik lagu +bless+ (ms) - madden
- lirik lagu tedious & brief - relief
- lirik lagu unlucky morpheus - opfer (kanji)
- lirik lagu surrender - education
- lirik lagu domanautas - dėdė putvėjis
- lirik lagu marnz malone - tina's son
- lirik lagu softheart - a made up story about something that really happened