lirik lagu aroma's - বর্ষার স্রোতোধারা
Loading...
[verse]
ধোয়া ওঠা বর্ষাস্নাত নীরব সকাল;
রংহীন আকাশ এ তো ক্যানভাসে ম্লান
ঝরতে থাকা জলের ও সে অবশিষ্ট ওরা
জলাধারে অল্পপ্রাণ ঝলমলে তারা
ঝাপসা চোখের পাতায় ঝাপসা জীবন, এ কি শুধু ভ্রম?
[pre~chorus]
ঝমঝমে বর্ষায় ভিজে একাকার
হৃদয়ের আকাশে কালো মেঘের হাহাকার
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
[bridge]
জানি না কোথায় সব ব্যাথারা
একরাশ অনুভূতি জমাট বাধা
জানি শুধু আমার এই পৃথিবীটা একা
নিষ্ঠুর ভারি এই নিঃসঙ্গতা
[pre~chorus]
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
Lirik lagu lainnya:
- lirik lagu kasimir1441 & frim (deu) - frimpong
- lirik lagu big stick - opa
- lirik lagu shiv-r - control
- lirik lagu vitchbeats - evolução insaciável
- lirik lagu vinny (nld) - boos
- lirik lagu razz galgos - perdón
- lirik lagu midwxst - tarot card*
- lirik lagu holly acres - if all else fails
- lirik lagu thin lizzy - rosalie (2024 mix)
- lirik lagu turnabout - witness