lirik lagu arnob - chader shiri
Loading...
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের মত
আমি যাবো সাত সমুদ্র পেরিয়ে
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
ধার করে তোর লেখা ঝোকার খাতা
নতুন পায়ে সুরের দেশে যায়
কথা সুতোয় সুরের মালা গেঁথে গলায় পরে
দুজন মিলে গাই
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
Lirik lagu lainnya:
- lirik lagu dj zid - presidential
- lirik lagu xylipine - centipede
- lirik lagu thomas mac - think about rain
- lirik lagu loveonfriday - leave me alone
- lirik lagu suarez nacapito - il tempo che è passato (ft. danno)
- lirik lagu soslesion - katie
- lirik lagu ken nordine - flesh
- lirik lagu hueso colorado - lapsos
- lirik lagu juliette reilly - hard things
- lirik lagu vita alvia - karna ada ko (feat. mona latumahina & cathy rahakbauw)