
lirik lagu arko mukherjee - loke bole
[intro]
কী ঘর বানাইব আমি
কী ঘর বানাইব আমি শূণ্যেরই মাঝার?
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার?
[verse 1]
ভলা করি ঘর বানাইয়া
অরে, ভলা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
অরে, কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 2]
আগে যদি জানত হাসন
আগে যদি জানত হাসন
বাঁচবো কতদিন
অরে, বাঁচবো কতদিন
বানাইতো দালান-কুঠা
অরে, বানাইত দালান-কুঠা
করিয়া রঙিন
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 3]
এই ভাবিয়া হাসন রাজা
এই ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
অরে, ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখবো আল্লা
অরে, কোথায় নিয়া রাখবো আল্লা
সেই ভাবিয়া কান্দে
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[outro]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
Lirik lagu lainnya:
- lirik lagu kid buu - rockstar life
- lirik lagu sugar candy mountain - losing myself
- lirik lagu bruce carroll - wgod
- lirik lagu adamah - rip and tear
- lirik lagu marc tomé - love is a liar
- lirik lagu mary komasa - come
- lirik lagu midnight (metal) - you can drag me through fire
- lirik lagu serhat durmus - without you
- lirik lagu zach diamond - levels
- lirik lagu matana roberts - lulla / bye