lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu arko mukhaerjee - paal uraiya de

Loading...

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া।।
আরে উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
আথালি পাতালি পানি ছলাৎ ছলাৎ করে রে
আরে খল্ খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া।।
ঢেউ এর তালে বাওয়ার ফালে নাওয়ের গুলুই কাঁপে
চির্ চিরাইয়া নাওয়ের ছৈয়া রোদ তুফান মাপে
আরে চিরলি চিরলি ফুলে ভোমর ভোমরি খেলে রে
বাদল উদালী গায়ে পানিতে জমিতে হেলে রে
আরে তুর তুরাইয়া আইলো দেওয়া জিলকী হাতে লইয়া।।
শালি ধানের শ্যামলা বনে
হৈলদা পঙ্খী ডাকে
চিক্ মিকাইয়া হাসে রে চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে
আরে সোনালী রূপালী রঙে রাঙ্গা হইল নদী
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
আরে ঝিল্মিলাইয়া ঝালর পানি নাচে থৈয়া থৈয়া।।
নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...