lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ariyan - ondho bhalobasha

Loading...

অর্থই জীবনের সব বুঝিনি আগে
যদি জানতাম তাই তবে
পড়ে থাকতাম অর্থের পেছনে

আমার অন্ধ ভালোবাসা ছিল তোমাকে ঘিরে
তুমি চলে গেলে আমাকে ছেড়ে অর্থেরই কারণে
পেরেছ কি অর্থ নিয়ে সুখী হতে
সত্যিকারের ভালোবেসে ছিলাম আমি তোমাকে

চলে যাবে তুমি
বুঝিনি তো আগে
সুখে থেকো ভালো থেকো বলি আল্লাহর দরবারে

মনে পরার আগে তোমার এই অবসরে
তুমি চাইলেও পাবেনা এই আমাকে ফিরে
কারণ তোমাকে ছেড়ে থাকি বহুদূরে
জীবনের সব পরাজয় আমি নিয়েছি মেনে
তোমাকে না পাওয়ার দুঃখ আমায় কাঁদায়
আমি মাঝে মাঝে ভুলে যাই আমি নিজের স্বপ্নকে।
অর্থই জীবনের সব বুঝিনি আগে
যদি জানতাম তাই তবে
পড়ে থাকতাম অর্থের পেছনে

আমার অন্ধ ভালোবাসা ছিল তোমাকে ঘিরে
তুমি চলে গেলে আমাকে ছেড়ে অর্থেরই কারণে
পেরেছ কি অর্থ নিয়ে সুখী হতে
সত্যিকারের ভালোবেসে ছিলাম আমি তোমাকে
চলে যাবে তুমি বুঝিনি তো আগে
সুখে থেকো ভালো থেকো বলি আল্লাহর দরবারে।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...