
lirik lagu arindom & shirsha chakraborty - tomake bhalobeshe jete chai (from "taandob")
[verse 1]
আমি তোমার মনের ভীষণ কাছে
তবুও কেন দেখেও দেখো না
তোমার কাছে যে সব রাখা আছে
সে সব কথা কাউকে বলো না
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 2]
কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই
আছো তুমি এ দুনিয়ার মাঝে
তুমি আমার গল্পকথার বই
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
[verse 3]
তবে তো হলো না আর
আমি কে, কে তোমার?
এই তুমি নেই তুমি
বলো, যাই আর কোথায়?
[pre~chorus]
মেঘলা দিন একলা রাত
নামলো ঝড় কি হঠাৎ
বলো না এক কথায়
পাবো কোথায় তোমায়?
তুমি চাইলেই যে ঘর বাঁধবে
তুমি জুড়বো রাতের তারাতে
তাতে সাজবে সব আমাদেরই
হাতে তৈরি হওয়া দিন
[chorus]
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
Lirik lagu lainnya:
- lirik lagu seed (rock) - mariposa
- lirik lagu monika urlik - nie wie nikt
- lirik lagu altera forma - ultramarine ii
- lirik lagu ghilas - mia
- lirik lagu youngmaga - adieu
- lirik lagu yulien oviedo, lenny santos & alcover - botella
- lirik lagu собаки табака (tobacco dogs) - episode 02. the new body
- lirik lagu люблю лето (love summer) - мне плохо (i feel bad)
- lirik lagu eric gable - try again
- lirik lagu philip bowen (country) & julia digrazia - hurricane