
lirik lagu arijit singh - sharatadin (সারাটাদিন)
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
আকাশ হারায় যেখানে
ও তোমায় ছোঁবো সেখানে
ও ভালোবাসো এখনি
হো… পরে কি হয় কে জানে
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙিন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
ভালো লাগা সারাক্ষণ
ও জানি না তার কি কারণ
হা ভেসেছি স্বপ্নে আমি
ও তোমাকে পেয়েছে মন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকেই শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
Lirik lagu lainnya:
- lirik lagu the left banke - claudia
- lirik lagu froe - when the time is right
- lirik lagu phoebe chan - rainfall
- lirik lagu oomph! - niemand (tyranno rmx)
- lirik lagu mgm lett - milo
- lirik lagu mozzy & nardo wick - stutter
- lirik lagu reneé rapp - mad (clean version)
- lirik lagu eisbrecher - das neue normal
- lirik lagu schekina (civ) - vision, vallée, victoire
- lirik lagu priput & kvinka - кринжуля (cringe) (speed up)