lirik lagu arijit singh - oboseshe (অবশেষে)
Loading...
[intro]
কি যায় আসে মন খারাপে?
সব হারা আর কি হারাবে?
আচমকা ভাঙ্গা মন
পেলে ছোঁয়া নরম
[chorus 1]
এত ভাববে নাকি, তুমিই ভাবো….
অবশেষে ভালোবেসে চলে যাবো….
[verse 1]
মিলছে পায়ে পা চোখ যায় জুড়িয়ে
ভাগাভাগি করে নেবো পাবো যা কুড়িয়ে…
তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব
শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেবো….
চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন
[chorus 2]
যতদিন আছি ছেড়ে যেও নাগো
অবশেষে ভালোবেসে চলে যাবো…
[verse 2]
যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম
আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম…
আমি জানলে আগে আঘাত কি পেতাম
তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম
আচমকা ভাঙ্গা মন
পেলে ছোঁয়া নরম
[chorus 3]
এত ভাববে নাকি তুমিই ভাবো…
অবশেষে ভালোবেসে চলে যাবো…
Lirik lagu lainnya:
- lirik lagu el jordan 23 - pal piso
- lirik lagu santir - bipolar
- lirik lagu insense - spawn of the wicked
- lirik lagu toobrazzy17 - all alone
- lirik lagu queen - get down, make love - raw sessions version
- lirik lagu white rose(usa) - eat me
- lirik lagu ferris & sylvester - golden
- lirik lagu hoodblaq - #1
- lirik lagu 724630 - superfuture
- lirik lagu hundehovederne - gå i hundene med mig