lirik lagu arijit singh feat. annwesha - bojhabo ki kore
Loading...
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি
চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই
আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
“উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
Lirik lagu lainnya:
- lirik lagu alt-j - 3ww
- lirik lagu indigo - me quede sin corazón
- lirik lagu davide shorty - se solo ti lasciassi andare
- lirik lagu jake sirianni - "the tonight show" internship rap
- lirik lagu lukasyno - tylko gra
- lirik lagu nona reeves - olympia
- lirik lagu dcoy link - the torch
- lirik lagu pristin - wee woo
- lirik lagu mc shinobi - brooklyn havoc
- lirik lagu milky chance - peripeteia (acoustic)