lirik lagu arijit singh & annwesha - bojhabo ki kore
Loading...
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
তিলে তিলে হল কি যে
গেলো বিজে মন
আগে তো শ্রাবণের ছিল না কারন
তর সাথে দেখা হলো কেন নিরালায়
নিজেকে উজার করে রেখে দেয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনাতে আমায় তর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
tokei mathay kore beche achi tai
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেচে আছি তাই আমি
তকেই মাথায় করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুড়ি ঘুড়ি মন
Lirik lagu lainnya:
- lirik lagu the alchemist & prodigy - key to the city
- lirik lagu wstr - nail the casket (thanks for nothing)
- lirik lagu wiwek - stop me
- lirik lagu isaiah gripper - we're the wild things
- lirik lagu for the win - haterade
- lirik lagu zona mc - renvoyer + facebrùt + cancellotto culturale
- lirik lagu 暴君 - 明潭終戰
- lirik lagu for the win - break the ice
- lirik lagu maybe april - audiotree live version
- lirik lagu corazon sensual - mi tierno amorcito