lirik lagu arif - dao haat bariye
Loading...
দিলাম তুলে দুচোখে
পৃথিবীর স্বপ্ন যত
দিলাম ভরে দুহাতে
হৃদয়ের আলো যত
না না ভুলে যাবো না
মনে আসুক না যত প্রলয়
না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
দেখেছি তুমি হাসো না যখন
মনের আকাশে সন্ধ্যা নামে
দেখেছি তুমি থাকো না যখন
শূন্যতায় পৃথিবীটা থামে
না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
জেনেছি তুমি আসবে না যখন
তারারা জ্বালবে না আলো
জেনেছি তুমি থাকবে না যখন
পৃথিবী হবে আধার কালো
না না মেনে নেবো না
শত বিষাদের কোনো পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
Lirik lagu lainnya:
- lirik lagu the classic crime - the third way
- lirik lagu neha bhasin - chashni reprise
- lirik lagu ghetts - the ghetto
- lirik lagu klergy - the end
- lirik lagu tally hall - yearbook
- lirik lagu 8 graves - wasted
- lirik lagu mxmtoon - bubble gum
- lirik lagu galahad - seas of change
- lirik lagu kaveh yaghmaei - backpack
- lirik lagu dee tree - would you dare