lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu arfin rumey & porshi - priyotoma

Loading...

[intro]

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

[verse 1]

পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা
তোর মায়রে চুদি খানকিরপোলা

[chorus]

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

[verse 2]

ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে

[chorus]

ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

[bridge]

তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে

তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে

[final chorus / outro]

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা

তোমার চোখে আকাশ
আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...