lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu arekta rock band - eden

Loading...

কখনও কি
ভেবেছ
বৃষ্টিস্নাত
পরিকল্পনায়

আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ

দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়

মহাকাশের প্রাচীর ভেঙ্গে
তারার দেশে
হেলায় হারাই
পাহাড়ের পাড়ে হাত বাড়ালে
অতল গভীরতা

আল্পনায়
পথ দেখায়
স্বর্গীয় কোলাহলে
কল্পনায়
রচনার
অনাক্ষরিক অনুবাদ

দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়

দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়
দেখ কি পেয়েছ
তা তুমি কেড়ে নাও
এ মুঠোয়
ছেড়ে যেতে দিওনা
বাঁধনে বেঁধে নাও
এ আলোয়


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...