lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu archan chakraborty & satinath mukherjee - aaj mone hoy ei niralay

Loading...

আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি

নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়

বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়

কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই
কে যেন বলে গো আমায় আজ
পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো
এত কাছে আছো তাই

জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের.ও মায়ায়
আজ মনে হয় এই নিরালায়


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...