lirik lagu arbovirus - shekor
Loading...
স্মৃতির ছায়া দাঁড়ায় জানালার ওপাশে
মৃত অস্তিত্বের ডাকে থমকে যায় সময়
ডুকরে কাঁদে অন্ধকারে ধূসর স্বপ্নেরা
নোনা কুয়াশায় অস্পষ্ট সামনের দিনগুলো
ভিড়ের মাঝে খুঁজি পরিচিত মুখ
কোথায় আটকে থাকি স্মৃতির প্রতারনায়
ঘুমের মাঝে প্রতিদিন প্রার্থনা সাদাকালো স্বপ্নের
বর্ণহীন স্বপ্নগুলো অনেক কাছের
আমরা তো ভুলে যেতে চাই সবকিছু
তবু কেন আটকে থাকি পিছুটানে
এ যেন সব শেষে আবারও পেছনে ফেরা
শেকড় ছেঁড়ার কান্না থামবে না কোনোদিন
কোনোদিন
আমরা তো ভুলে যেতে চাই সবকিছু
তবু কেন আটকে থাকি পিছুটানে
এ যেন সব শেষে আবারও পেছনে ফেরা
শেকড় ছেঁড়ার কান্না থামবে না কোনোদিন
কোনোদিন
Lirik lagu lainnya:
- lirik lagu валерий сюткин (valery syutkin) - огни (lights)
- lirik lagu heyrawn - khafeh
- lirik lagu matt maher - lord i need you (live)
- lirik lagu max pezzali - sembro matto
- lirik lagu zaa - unconditional love
- lirik lagu fré (band) - we rise when we lift each other up
- lirik lagu yung tilla - harden
- lirik lagu sor (nl) - zombie
- lirik lagu meeks world - no rewinding
- lirik lagu jaspertoofly - searching