lirik lagu arbovirus - obastob
Loading...
[verse 1]
আমার সব অবাস্তব
অনেক বেশি আবেগী
প্রয়োজনে অবাঞ্ছিত
স্বপ্নঘোরে বিবাগী
সবার কাছ জীবন মানে
নিয়মে ঘেরা অনুনয়
আমার কাছে সেটা শুধুই অভিনয়
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[instrumental break]
[verse 2]
তীব্র ক্ষোভে ধার করা সুখ
কারণ বিহীন বিলীন হয়
ঘুনে খাওয়া স্মৃতি গুলো
ধুলোর মাঝে আটকে রয়
বিরামহীন খুঁজছি আজ
সব শেষের ঐ শেষটা তাই
নীলচে অবশ অলসতায়
দুঃখ গুলো হচ্ছে ছাই!
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
[guitar solo]
[chorus]
থামবো সবাই একই শেষে
আজকে না হয় খানিক বাদে
কী লাভ হলো সবার সুখে
রাঙিয়ে জগৎটাকে?
Lirik lagu lainnya:
- lirik lagu аквамайн (aquamine) - мосты (bridges)
- lirik lagu georgia ku - out my mind
- lirik lagu slipknot - memories (adderall - rough demo)
- lirik lagu silica gel - i'mmortal
- lirik lagu elley duhé, whethan & diplo - money on the dash
- lirik lagu vanquish - cowboy bebop (out the trap)
- lirik lagu fantastics from exile tribe - tell me
- lirik lagu lil pete - tell me your problems
- lirik lagu leopold (deu) - queer magic
- lirik lagu number one son - lessons