lirik lagu apu - mon bhalo nei
Loading...
মন ভালো নেই, বলনা কিছুতেই।
তবু বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ কাছে নেই,
তবু তুমি এগুবে।
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনো আমায়, মনে পড়ে যায়।
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বল কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে, আমি তারাময়।
sashahed
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে,
যদি না থাকি তা কে সরাবে,
যদি কখনো আমায় মনে পড়ে যায়,
খোল দুয়ার আকাশে আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
Lirik lagu lainnya:
- lirik lagu the winter passing - daisy
- lirik lagu nathália braga - verdadeiro valor (playback)
- lirik lagu -m- - l'autre paradis
- lirik lagu millennial sun - sink
- lirik lagu marina - perfect-oh
- lirik lagu flame - stackin'
- lirik lagu le butcherettes - dressed/in a matter of speech
- lirik lagu neha venugopal feat. niranj suresh - kanne kanne
- lirik lagu ithaca - lifelost
- lirik lagu bae - rompecabezas