
lirik lagu anupam roy - posto
আপন মনে থাকে posto
আপন মনে খেলে
আপন মনে হাসে posto
আপন মনে চলে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
ঐ আকাশ থেকে মেঘ নামিয়ে
ভিজতে কেমন লাগে
postooo
অাঁকতে ভালো লাগে posto
নাচতে ভালো লাগে
শীত এর কলে ঠক ঠকিয়ে
কাপতে ভালো লাগে
রুটিন নীয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আরে রুটিন নীয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আর ঘুদ ঘুদে অন্ধকারে ভূতে
নাম তা ধরে ডাকে
posto.
বিকেল বেলার ঘাসে
জোনাকি চার পাশে
তোকে উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরে তে মেরে ডুব
রদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কি লুকিয়ে রাখে এ posto
ট্রেনের মত ছোটএ posto
প্লেন মত ওরে
অঙ্ক কষে দেখে তারপর
পুকুরে ঢিল ছোড়ে
বেঙ্গাছি মিছিলে চলে লাফাতে লাফাতে
বেঙ্গাছি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তারা খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে
posto.
ফুলের গন্ধ মেখে posto
মাঠে থাকে শুয়ে
স্বপ্ন গুলো জোরে posto
একা একা শুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
তবে চাঁদের ভেতর গুপ্ত ধন
খুঁজতে যাওয়া যেত posto
বিকেলবেলার ঘাসে
জোনাকি চার পাশে
তোকে উড়িয়ে নিয়ে যাক
আকাশ উচুতে খুব
পুকুরে তে মেরে ডুব
রদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কি লুকিয়ে রাখে posto.
এই posto.
Lirik lagu lainnya:
- lirik lagu destined lacole - heroin
- lirik lagu dima lancaster - peace sign
- lirik lagu clowns - infected
- lirik lagu 東京ゲゲゲイ - さよならダーリン
- lirik lagu merely - backdraft
- lirik lagu 25 hours - ฟ้าเป็นใจ
- lirik lagu ногу свело! - динь-динь
- lirik lagu charizardcommentates - everybody wants to rule the world (minecraft parody)
- lirik lagu ameer vann - black snake moan
- lirik lagu derek wise - rollin'