lirik lagu anupam roy - mon bhalo nei (from "shaheb bibi golaam")
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলা সব অচল
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলা সব অচল
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, আমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
খবর আসে বারো মাসে
তের ভাবে ছোঁয়া যায়
বেচে ওঠে সেই সকালে
গাছের পাতা ভরসা পায়
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক, তোমার তপস্যের
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে…
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক
সমাপ্ত
Lirik lagu lainnya:
- lirik lagu justin quiles - egoísta
- lirik lagu juan don - give it up
- lirik lagu tabasko - no i co, że to skit
- lirik lagu dj khaled - f**k up the club
- lirik lagu lemolo - hold light
- lirik lagu desiigner - panda (radio edit)
- lirik lagu k.ronaldo - wer bist du
- lirik lagu sons of sonix - numb
- lirik lagu mando - iv dayz
- lirik lagu the guadaloops - meta-crush