lirik lagu anupam roy & prashmita paul - tomay niyei golpo hok
Loading...
ভিজছে কাক, আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাক, আনতে যাক
বৃষ্টি ধোঁয়া কলসি জল
শহরতলি জুড়ে, গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
তোমার চোখ, মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন
হাজার করতালি, তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক
জানি তোমার ছন্দে অন্তমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেড়া
স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক
Lirik lagu lainnya:
- lirik lagu samson feat. pekka murto - ei mua ilman sua
- lirik lagu volbeat - marie laveau
- lirik lagu dimitris mitropanos - pada gelasti (forever cheerful)
- lirik lagu tennis - matrimony
- lirik lagu parade of lights - i'll never let you go
- lirik lagu adrian gamboa - heating up
- lirik lagu пошлая молли - супермаркет
- lirik lagu phénomène bizness - pharaon
- lirik lagu charlie cruz - se cae el mundo (feat. tito nieves)
- lirik lagu n'dirty deh - froideur