lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anupam ray & subhamita - bhalobasi bhalobasi

Loading...

ভালোবাসি ভালোবাসি।
দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই।

ভালোবাসি ভালোবাসি।

দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে বেড়াই।
ভালোবাসি ভালোবাসি।

অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা।

উদাসী এ মনে
ও লাজুক নয়নে
স্বপ্নে ভেসে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

পাশাপাশি চলা
চুপ কথা কিছু বলা
হৃদয়ের বাঁধনে
এ প্রথম ফাগুনে
কি কথা রেখে যাই
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

দিবস রজনী তোমায়
দুচোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি।

ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি…।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...