
lirik lagu antu dash - mondo hotona
[verse 1]
টুপ~টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল~ত্রুটি নিয়ে বাঁচা
[pre~chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
[instrumental break]
[verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
[pre~chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
Lirik lagu lainnya:
- lirik lagu yard [irl] - call
- lirik lagu чучело (chuchelo) - делора (delora)
- lirik lagu lapiz conciente - atento a mi 10
- lirik lagu santo niente - le ragazze italiane
- lirik lagu arlie - chapter 6
- lirik lagu lt (tur) - isyan (skit)
- lirik lagu kissbye - break you (og)
- lirik lagu takt32 - ballack
- lirik lagu original by oseas ramirez - redesign our fate
- lirik lagu yung fazo - escalade